ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যত্নে রাখুন `শখের শাড়ি` জেনে নিন সহজ কিছু টিপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ৩১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

শাড়ি কীভাবে কাঁচবেন, কীভাবে শুনিয়ে নেবেন, তারপর কীভাবে আলমারিতে রাখবেন- সবের জন্যই রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম।

শাড়ি কি আপনার সবচেয়ে পছন্দের পোশাক? সুযোগ পেলেই পছন্দের শাড়ি কিনে ফেলেন আপনি? শাড়ি দেখলে একেবারেই লোভ সামলাতে পারেন না? তাহলে কীভাবে শাড়ির যত্ন করবেন, অর্থাৎ সঠিক ভাবে সযত্নে কীভাবে নিজের সংগ্রহে রাখবেন প্রিয় শাড়ি তার জন্য রইল কিছু টিপস।

এখন চারপাশের আবহাওয়া যেরকম তার জেরে সুতির শাড়িই সবচেয়ে আরামদায়ক হবে। তবে এই সুতির শাড়ির কিন্তু যত্নের প্রয়োজন সবচেয়ে বেশি। শাড়ি কীভাবে কাচবেন, কীভাবে শুকিয়ে নেবেন, তারপর কীভাবে আলমারিতে রাখবেন--- সবের জন্যই রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম। সেগুলো মেনে চললেই টেকসই হবে শাড়ি। ফ্যাব্রিক থাকবে একদম নতুনের মতো। 

সুতির শাড়ির যত্ন করার জন্য কী কী নিয়ম মেনে চলবেন দেখে নিন 

সুতির বিশেষ করে লিনেন জাতীয় শাড়ি হলে, ধোয়ার সময় বিশেষ নজর দিতে হবে।

গুঁড়া সাবান বা বার সাবান দিয়ে না কেচে বরং লিকুইড সাবান দিয়ে কাচলে শাড়ি ভাল থাকবে।

সবসময় ছায়াঘেরা জায়গায় শাড়ি শুকোতে দেবেন। নাহলে রোদের তাপে রঙ নষ্ট হয়ে যেতে পারে।

সুতির শাড়ি মানে কোনওমতে ভাঁজ করে আলমারিতে গুঁজে দেবেন না।

বরং ভাল করে ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। একটা হ্যাঙ্গারে একটাই শাড়ি রাখবেন। 

প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করুন। ধাতব কিছু ব্যবহার করলে শাড়িতে দাগ ধরে যেতে পারে। 

সুতির শাড়ি আয়রন করার প্রয়োজন হয়। শাড়ির উপর একটা কাপড় পেঁচিয়ে তারপর সঠিক তাপমাত্রায় আয়রন করে নিন।

আলমারিতে শাড়ি ভাঁজ করে রাখার পরিবর্তে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ি ভাল থাকবে।

কর্পূর বা ন্যাপথালিন দিয়ে শাড়ি রাখলে অবশ্যই ওইসব উপকরণ কাপড়ে পেঁচিয়ে তারপর রাখুন। নাহলে শাড়িতে দাগ ধরে যেতে পারে।

শাড়িতে সরাসরি কখনই বডি-স্প্রে বা পারফিউম লাগাবেন না। এর ফলেও শড়িতে দাগ পড়ে যেতে পারে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি